প্রধান খবরসারাদেশ
ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলগাঁওয়ে ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এক পথচারী এই তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান
ওই পথচারী জানান, মধ্যরাতে খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিন জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।