খেলাধুলাপ্রধান খবরফুটবল

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমা

কাতার বিশ্বকাপ শুরুর মহূর্তে গভীর চিন্তায় ফরাসি শিবির। বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে আরও একটি বড় ধাক্কা। চোটের জন্য ছিটকে গেলেন এ বারের ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমা

গত বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। খেতাব ধরে রাখার পথে একের পর এক বাধা। এনগোলো কান্তে, পল পোগবার মতো তারকারা আগেই ছিটকে গিয়েছিলেন। স্কোয়াডেই রাখা হয়নি তাদের। কাতারে পৌঁছেও শুরুতেই হতাশা ঘিরে ধরেছিল। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন ডিফেন্ডার প্রেসনেল কিম্বেম্বে। দিদিয়ের দেশঁর চিন্তা বাড়াল এ বার দলের আক্রমণভাগের মূল কারিগড়ের ছিটকে যাওয়া।

কী হয়েছিল বেঞ্জেমার?

শনিবারও সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন করিম বেঞ্জেমা। সেখানেই বাঁ পায়ের উরুর পেশীতে চোট লাগে। রাতের দিকে তাঁকে দোহার অ্যাস্পেতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষার পর খোড়াতে খোড়াতে হাসপাতাল ছাড়েন বেঞ্জেমা। রিপোর্টে ধরা পড়ে মাসল টিয়ার হয়েছে করিম বেঞ্জেমার। বিশ্বকাপে খেলা তাঁর পক্ষে সম্ভব নয়। এ কথা নিশ্চিত হতেই তাঁকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হন কোচ দিদিয়ের দেশঁ।

গত মরসুমে অনবদ্য ছন্দে ছিলেন করিম বেঞ্জেমা। এ বার চোট সমস্যায় ভুগছিলেন। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার এ মরসুমে ২১ টির মধ্যে মাত্র ১২ ম্যাচে খেলেছেন। তাঁর পেশীর চোট নতুন নয়, এর থেকেই পরিষ্কার। গত কয়েকদিন থেকেই তাঁকে পর্যবেক্ষণে রাখছিল ফরাসি টিম ম্যানেজমেন্ট। দলের সেরা স্ট্রাইকারের জন্য অপেক্ষা করছিলেন কোচ দিদিয়ের দেশঁ। যদিও শেষরক্ষা হল না। এ বারের মতো বিশ্বকাপে ইতি বেঞ্জেমার।

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে বেঞ্জেমা বলেন, ‘জীবনে কখনও হাল ছাড়িনি। তবে এ বার দলের জন্য় এই সিদ্ধান্তটা মেনে নিতেই হত। আমি বাধ্য হয়েই বিশ্বকাপ থেকে নিজের জায়গা ছেড়ে দিচ্ছি। আমার পরিবর্তে কেউ দলের সাফল্যে আবেদন রাখতে পারলে আমি খুশি হব।’

এই বিভাগের অন্য খবর

Back to top button