সারাদেশ

খুলনায় ট্রাকচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত

খুলনায় ট্রাক চাপায় মুসাব্বির হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মুসাব্বির সহকারী পুলিশ কমিশনারের দেহরক্ষী ছিলেন।

সোমবার (২১ নভেম্বর) সকালে নগরীর দৌলতপুর মিনাক্ষী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পুলিশ সদস্য দৌলতপুর যশোর সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়।

পুলিশ জানান, ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপার আলম শেখকে আটক করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button