সারাদেশ

সিরাজগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত

সিরাজগঞ্জের তাড়াশে দ্রুতগামী মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

সোমবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনার্থপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে রাব্বির সাথে দেখা করতে আসে রাজশাহী থেকে তার দুই বন্ধু।

পরে বিকালে ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলে এলাকায় বেড়াতে বের হন। কিন্তু তাদের মোটরবাইকটি দ্রুত গতিতে চলার সময় পথিমধ্যে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই বৈদ্যনার্থপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে রাব্বি (২০) ও চাপাইনবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা শামীম হোসেন (২০) নিহত হন।

এদিকে স্থানীয়রা অপর গুরুতর আহত রাজশাহীর তালতা এলাকার একরামুল হকের ছেলে রাজকে (২০) উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button