খেলাধুলাফুটবল

পুরো ম্যাচে বল ছিল জার্মানদের দখলে, জিতলো জাপান

পুরো ম্যাচে বল ছিল জার্মানদের দখলে। তবু ম্যাচটা জিতে নিয়েছে জাপান। সৌদি আরবের পর আরও একবার অঘটনের জন্ম দিলো জাপান। আর্জেন্টিনা ম্যাচের মতো এখানেও ফলাফল একই। ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করলেন ম্যানুয়েল নয়্যাররা।

কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল আদায় করে নেয় জার্মানি। ৩৩ মিনিটে ইকাই গোন্দুয়ানের গোলে এগিয়ে যায় তারা। পুরো ৭৫ মিনিট অবধি এগিয়েই থাকলো জার্মানরা। বলের দখলও রাখলো তারাই। কিন্তু সব হিসেবে পালটে যায় শেষ মুহূর্তে।

ম্যাচের ৭৫ মিনিটে গোল করে রিতসু দোয়ান জাপানকে সমতায় ফেরান। তবে এতেও যেন ক্ষিদে মিটছিল না তাদের। ৮৩ মিনিটের সময় তাকুমা আসানোর গোলে এগিয়ে যায় জাপান। শেষ মুহূর্তে একাধিক সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। ফলে ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button