সারাদেশ

বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বাবার লাঠির আঘাতে জাকারিয়া ইসলাম জাকির (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ শালন্দার স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর থেকে নিহত শিশুটির পিতা দেলোয়ার হোসেন (৩২) পলাতক রয়েছেন।

জানা গেছে, সকালে রান্না করতে দেরি হওয়ায় মা’কে মারধর করে বাবা দেলোয়ার। এসময় ছেলে জাকির মায়ের কাছে ছুটে আসলে বাবার হাতে থাকা লাঠির আঘাতে তার মৃত্যু হয়।

পুলিশ জানান, এ ঘটনায় দেলোয়ার হোসেনকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button