খেলাধুলাফুটবল

মেসিদের হারানোর উপহার হিসেবে প্রত্যেক ফুটবলারকে গাড়ি দেবেন সৌদি যুবরাজ

সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে গেছে দেশটিতে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন অনেকে। গাড়ির জানলায় লাগানো সৌদির পতাকা। আতশবাজি পুড়িয়ে, নাচে-গানে উল্লাস করতে দেখা গেছে তাদের। রাস্তায় উপচে পড়া ভিড় জানিয়ে দিয়েছে, আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা।

ফুটবল বিশ্বকাপে মঙ্গলবার (২২ নভেম্বর) আর্জেন্টিনাকে পরাজিত করে বড় পুরস্কার পেতে যাচ্ছেন সৌদি আরবের ফুটবলাররা।

আর্জেন্টিনার বিরুদ্ধে যারা খেলেছেন তাদের প্রত্যেককে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দামি গাড়ি উপহার দেবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামা প্রত্যেক ফুটবলারকে উপহার দেবেন যুবরাজ সালমান। প্রত্যেককে রোল্‌স রয়েস ফ্যান্টম গাড়ি দেওয়া হবে বলে জানা গেছে।

বিস্ময়কর এ বিজয়ে বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিন সৌদি আরবের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, বিদ্যালয় বন্ধ থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button