প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় কম্বলের নিচে থাকা পলিব্যাগ থেকে নবজাতকের মরদেহ ‍উদ্ধার

বগুড়ায় শহরের ছিলিমপুর একটি শুকনো খাল থেকে এক নবজাতকের (মেয়ে) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের ছিলিমপুর আঞ্চলিক গ্যাস অফিসের সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় এক মহিলা ছাগল চড়ানোর সময় কম্বলের নিচে থাকা পলিব্যাগের মধ্যে নবজাতককে দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক রকিবুল হাসান জানান এএসআই রকিবুল বলেন, ওই মেয়ে নবজাতকের শরীরে এখনও নাড়ী রয়েছে। এছাড়াও তার বুকে ও মুখে আঘাতের চিহ্ন আছে। নবজাতকটি পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ছিলো। তার লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button