নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর
বগুড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রী সাগর কুমার দাস নামে এক যুবক নিহত হয়েছেন।
সাগর কুমার দাস( ২৮) বগুড়ার শাজাহানপুরের বেজোড়া হিন্দুপাড়ার শিশির কুমার দাসের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার রণবাঘা এলাকার বাঁশের ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ট্রাক ও কাভার্ডভ্যান দুটিই বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকের পিছনে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয় এতে সাগর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, কাভার্ডভ্যানের চালককে পাইনি আমরা। গাড়িটির মালিককে খবর দেয়া হয়েছে। তিনি এলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। আর ট্রাক ও ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে।
এসএ