করোনার কারণে আবার কঠোর লকডাউনে যাচ্ছে চীন

একদিনেই ৩১ হাজারের বেশি রোগী শনাক্ত হওয়ায় আজ থেকে কঠোর লকডাউনে যাচ্ছে চীনের চেংচাউ শহর। গত বুধবার এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে দেশটিতে। আর এতেই লকডাউনের এ সিদ্ধান্ত নিয়েছে শহরটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।
বিধি-নিষেধের আওতায় দোকানপাট, স্কুল ও রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে চেংচাউ শহরের ৬০ লাখ বাসিন্দা কঠোর লকডাউনে থাকবে বলে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ভাইরাসটির বিস্তার মোকাবেলায় অতি কঠোর বিধি-নিষেধ আরোপ করেও দৃশ্যত সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে দেশটি। রাজধানী বেইজিং ও দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক নগরী গুয়াংজুসহ বেশ কয়েকটি প্রধান শহরে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
চীনের করোনাভাইরাসের ক্ষেত্রে ‘শূন্য কভিড নীতি’ অনুসরণ করা হয়। এতে অনেকের জীবন বাঁচলেও দেশটির অর্থনীতি ও জনগণের ওপর এর প্রভাব পড়েছে। এ কারণে কয়েক সপ্তাহ আগে করোনার বিধি-নিষেধ কিছুটা শিথিল করে চীন। এর পরই নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করে।