সারাদেশ

প্রাথমিক বিদ্যালয় থেকে ২ শিশুর লাশ উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলায় দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৯টায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনের কক্ষে শিশু দুটির লাশ পাওয়া যায়।

নিহত দুই শিশু হলো- রিমন ইসলাম (৭) ও তার ভাই ইমরান হোসেন (৩)।

তারা উপজেলার পৌর শহরের শংকরপুর গ্রামের শরিফুল ইসলামের (৩৫) ছেলে।

পুলিশ জানান, আজ সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে বিদ্যালয়ের পরিত্যাক্ত কক্ষে দুই শিশুর লাশ পড়ে থাকার কথা জানতে পারেন। পরে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানান, তাদের বাবার সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশু দুটি হত্যার শিকার হয়েছে। বাবার খোঁজ পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। সূত্র: দেশ রুপান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button