কাহালু উপজেলাপ্রধান খবর
বগুড়ার কাহালুতে ছুরিকাঘাতে একজন নিহত

বগুড়া কাহালুতে ছুরিকাঘাতে নায়েব আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত নায়েব কাহালু উপজেলার মুরইল এলাকার আবুল হোসেনের ছেলে।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে এই হত্যার ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি নায়েব আলী তার বন্ধু জায়েদের কাছে থেকে রিশকাভ্যান ক্রয় করেন। সেই ভ্যান বিক্রির টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় নায়েবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জায়েদ। এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে ঘটনাস্থলেই নায়েব আলীর মৃত্যু ঘটে।
জায়েদ ওলাহালী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
এসএ