জাতীয়

যেকোনো মুহূর্তে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে: ড. রেজা কিবরিয়া

গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, যেকোনো মুহূর্তে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে।

শুক্রবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় তিনি এ মন্তব্য করেন। রেজা কিবরিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন দলের সদস্যসচিব নুরুল হক নুর।

রেজা কিবরিয়া বলেন, দেশের অর্থনীতি এখন খাদের কিনারায়যেকোনো মুহূর্তে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে, আর কিছুদিন গেলে খাদ্য আমদানির মতো কোনো অর্থ থাকবে না। গত ১৩ বছরে এ সরকার দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সেই সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানাই।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

এতে বলা হয়সভার শুরুতেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গণ অধিকার পরিষদের কার্যালয়সমূহে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলা ও ভাঙচুরের নিন্দা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নেতারা মনে করেন গণ অধিকার পরিষদের নিবন্ধন বানচাল করতেই এসব হামলা করা হচ্ছে। বক্তারা আলোচনায় দেশের চলমান রিজার্ভ সংকট ও জ্বালানি সংকট, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর সরকারের দমন-পীড়ন, গুলি করে হত্যার গভীর উদ্বেগ প্রকাশ করেন।

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, সরকার টের পেয়েছে তাদের আর ক্ষমতায় থাকার মতো অবস্থায় নেই। যেকোনো সময় তারা গণজোয়ারে ভেসে যাবে। দেশের অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস করে ও হাজার হাজার কোটি টাকা পাচার করে রাতের ভোটের এ সরকার এখন নিজেই বেকায়দায় পড়েছে। তাদের ক্ষমতা থেকে নামাতে সাধারণ মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। তাই জনগণকে ভয় দেখাতে হামলা-মামলা ও গুম-খুনের রাজনীতি শুরু করেছে। তবে জনগণ এসব আর ভয় পায় না।

সভায় নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনবিরোধী রাজনৈতিক দলসমূহের সভা-সমাবেশে হামলা-বাধামিথ্যা মামলায় গ্রেপ্তার, হয়রানির প্রতিবাদ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে আগামী ২ ডিসেম্বর ঢাকায় সমাবেশের সিদ্ধান্ত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button