বগুড়ায় নিজ বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ায় নিজ শয়নকক্ষ থেকে জামাল উদ্দিন খাজা (৫৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জামাল মৃত আমির হোসেন খলিফার ছেলে। তিনি পেশায় একজন অটো চালক ছিলেন।
শনিবার সকালে শহরের বৃন্দাবনপাড়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার জামালের স্ত্রী তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি চাঁদমুহাতে ওয়াজ মাহফিলের দাওয়াতে যান। শনিবার সকালে তার ছেলে রিমন বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করলে কোন সাড়া না পাওয়ায় মই দিয়ে স্থানীয়দের সহায়তায় প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করেন। এসময় তিনি দেখতে পান জামাল নিজ ঘরের মেঝেতে কম্বলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
ওসি নূরে আলম জানান, তদন্তের স্বার্থে কিছু যানানো যাচ্ছে না। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছেন। সিরাজগঞ্জ সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এসএ