প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় আপন ভগ্নিপতীর হাতে খুন জামাল উদ্দিন

বগুড়া চাঞ্চল্যকর জামাল উদ্দিন খাজা হত্যাকান্ডে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার শাবল উদ্ধার করা হয়।

শনিবার বগুড়া জেলার সদর ও শাজাহানপুর থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ভিকটিমের আপন ভগ্নিপতি।

গ্রেফতারকৃত আসামী মোঃ মোজাফফর হোসেন (৬০) বয়রাদিঘী রানীরহাট এলাকার শাজাহানপুর উপজেলার মৃত অছিমুদ্দীনের ছেলে।

এর আগে, শুক্রবার রাতে বৃন্দাবনপাড়া পূর্বপাড়া এলাকায় জামাল উদ্দিনকে হত্যা করা হয়। নিহত জামাল মৃত আমির হোসেন খলিফার ছেলে।

ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, জামাল উদ্দিন খাজা এর স্ত্রী মোছাঃ জেসমিন এর সাথে আসামী মোঃ মোজাফফর হোসেনের প্রায় ২ বছর পূর্বে প্রনয়ের সম্পর্ক হয়। পরবর্তীতে জেসমিন এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চেষ্টা করে কিন্তু আসামী তাকে বারবার বিয়ের জন্য চাপ দিতে থাকে।

জেসমিন তার ছেলেকে রিমনকে সাথে নিয়ে তার বাবার বাড়ি চাঁদমোহা হরিপুর খেরুয়াপাড়া, সদর, বগুড়াতে চলে যায় এবং জামাল উদ্দিন সন্ধ্যার পূর্বে নিজ বাড়িতে ফিরে আসে। মোজাফর বাড়িতে এসে সু-পরিকল্পিতভাবে জামালকে উত্তেজিত করার জন্য স্ত্রী জেসমিন এর সম্পর্কে নানা ধরনের অশালীন ও বাজে কথাবার্তা বলতে থাকে ফলে তাদের মধ্যে বাক-বিতন্ডার শুরু হয়। একপর্যায়ে মোজাফর ঘরের মধ্যে থাকা লোহার শাবল দ্বারা জামালের মাথায় আঘাত করে হত্যা করে। এরপর সে শয়নকক্ষের দরজা বাহির থেকে বন্ধ করে দেওয়াল ডিঙিয়ে কৌশলে পালিয়ে যায়।

সকালে তার ছেলে রিমন বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করলে কোন সাড়া না পাওয়ায় মই দিয়ে স্থানীয়দের সহায়তায় প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করেন। এসময় তিনি দেখতে পান জামাল নিজ ঘরের মেঝেতে কম্বলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button