
বিশ্বকাপ ভাগ্য এত খারাপ কেন নেইমারের! এক ম্যাচ খেলেই ইনজুরিতে পড়লেন এবার। গ্রুপের বাকি দুই ম্যাচে পাওয়া যাবে না তাকে। শঙ্কা আছে নকআউট পর্বে খেলা নিয়েও। অথচ নেইমারকে নিয়ে মজায় মেতেছে ব্রাজিলিয়নরাই! দেশের বর্তমান সেরা সুপারস্টারের প্রতি এমন নির্দয় আচরণ মোটেও মানতে পারছেন না রাফিনহা। সতীর্থকে নিয়ে ইনস্টাগ্রামে এক পোস্টে রাফিনহা ধুয়ে দিয়েছেন নিজ দেশের সেসব টক্সিক ফ্যানদের।
নেইমারকে নিয়ে একটা বদনাম আছে। তিনি নাকি নাটক করেন মাঠে। একটু আঘাত পেলেই গড়াগড়ি খান। সত্যিই কি নাটক করেন নেইমার? সার্বিয়ার সঙ্গে ম্যাচে নেইমারকে ৯ বার ফাউল করা হয়। আর কোনো খেলোয়াড় এতবেশি ফাউলের শিকার হননি। নেইমার যদি এত নাটুকেই হতেন, তাহলে ফোলা পা নিয়ে মাঠ ছেড়ে যেতে হতো না তাকে।
ইনস্টাগ্রামে রাফিনহা লিখেছেন, ‘আর্জেন্টাইনরা মেসিকে ঈশ্বর মনে করে।
পর্তুগাল ফ্যানরা রোনালদোকে রাজা মানে। আর ব্রাজিলিয়ানরা চায় নেইমারের পা ভাঙুক, যেন সেটা নিয়ে হাস্যরস করতে পারে। ব্রাজিলে জন্ম নেওয়াই নেইমারের বড় ভুল। এই দেশ নেইমারের মতো প্রতিভার যোগ্য নয়।’
২০১৯ সালে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ডান পায়ে চোট পেয়েছিলেন নেইমার। পা মচকে যাওয়ায় কোপা আমেরিকা খেলতে পারেননি। ডাক্তাররা জানিয়েছিল নেইমারের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। সুস্থ হয়ে উঠতে নেইমারকে তখন ক্রাচ ব্যবহার করতে হয়েছে। পায়ের ওপর ভর দিতে পারতেন না তিনি। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে একই জায়গায় ব্যথা পেয়েছেন নেইমার।
২০১৪ বিশ্বকাপে চোটের কবলে পড়ে ছিটকে যান নেইমার। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মেরুদণ্ডের চোটে পড়েছিলেন তিনি। সেই ইনজুরি সারিয়ে উঠতে বেশ কয়েক মাস লেগেছিল নেইমারের।