বগুড়া জেলাবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় পাঁচ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকালে সদরের খান্দার কাঁচা বাজারে অভিযান চালিয়ে অর্থদণ্ড প্রদান করা হয় । মূল্য তালিকা প্রদর্শন করতে না পারার কারণে এ জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফেখারুল আলম রিজভী। এসময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিচালক রিজভী জানান, মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৪ মাংস ব্যবসায়ীকে ৬ হাজার টাকা ও একটি ব্রয়লার হাউজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও দাড়িপাল্লার পরিবর্তে ডিজিটাল মিটার ব্যবহারের নির্দেশ দেয়া হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button