প্রধান খবরবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ী

বগুড়ায় ২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তার কাছে থাকা মুঠোফোন জব্দ করা হয়।
আটক সাইদুল ইসলাম (৪৫) উত্তর চেলেপাড়া এলাকার মৃত আসমত আলীর ছেলে।
সোমবার দুপুরে বগুড়া চেলোপাড়া থেকে তাকে আটক করা হয়।
বগুড়ার র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. তৌহিদুল মবিন খান।
জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ সাইদুলকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ