প্রধান খবরবগুড়া জেলাশিক্ষা

রাজশাহী বোর্ডে প্রথম “বগুড়া জিলা স্কুল’

বগুড়া জিলা স্কুল এবছর এসএসসিতে পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি থেকে ২৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৭ জনই জিপিএ-৫ পেয়েছে।

সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় বগুড়ায় মোট পরীক্ষার্থীর ৮৮ দশমিক ৩৪ শতাংশ কৃতকার্য হয়েছে।

মোট পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ৪ জন কৃতকার্য হয়েছে ৩০ হাজার ৯২২ জন। এ ছাড়া কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৯০ জন জিপিএ-৫ পেয়েছে, যা রাজশাহী শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি।

বগুড়ায় পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে থাকলেও পাসের হারে তারাই এগিয়ে।

জেলায় সরকারি-বেসরকারি প্রথম সারির আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস এবং পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে প্রাচীনতম জিলা স্কুল শীর্ষস্থান দখল করেছে।

শতভাগ পাসসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার এই প্রতিষ্ঠানে ২৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ দশমিক ৪৩ শতাংশ অর্থাৎ ২৫২ জন জিপিএ-৫ পেয়েছে। 

তৃতীয় স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে এবার ৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৩ জন বা ৯৭ দশমিক ৬৫ শতাংশই জিপিএ-৫ পেয়েছে। 

এরপরের স্থানে রয়েছে বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪৮ জনের মধ্যে ২৪১ বা ৯৭ দশমিক ১৭ শতাংশ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে ৩৫৭ জনের মধ্যে ৩৩৮ জন ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজ ২৭৬ জন পরীক্ষাথীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৭ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button