বগুড়া জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

বগুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. জিয়াউল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আব্দুল রফিক, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরাফত ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, বাংলাদেশ সংবাদ সংস্থার বগুড়া প্রতিনিধি এ এইচ এম আখতারুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজাসহ প্রমুখ।
এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও’র প্রধানরা উপস্তিত ছিলেন।
এসএ