লাইফস্টাইল

শীতে ছেলেদের ত্বকের যত্ন

শীতে ছেলেদের ত্বক হয়ে ওঠে আরও বেশি শুষ্ক ও রুক্ষ। দরকার পড়ে বাড়তি যত্নের। শীতের মধ্যেও প্রাণোজ্জ্বল ত্বক ও ঝলমলে চুল পেতে সহায়ক হতে পারে এই টিপসগুলো-

ত্বকের যত্নে:

শীতে ত্বকের বড় সমস্যা হচ্ছে শুষ্কতা। মুখ ধোয়ার পর দ্রুত টানটান হয়ে পড়ে যা খুবই অস্বস্তিকর। ত্বকের শুষ্কতা কমাতে প্রতিদিন সকালে ও রাতে ময়েশ্চারাইজার যুক্ত ক্রিম ব্যবহার করতে হবে।

এছাড়া রাতে ঘুমানোর আগে ১/৪ কাপ দুধ এ ১ চামচ মধু ও ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন।

এরপর ২০ মিনিট পর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। শুষ্কতা কমার পাশাপাশি ত্বক হয়ে উঠবে আরও কোমল ও উজ্জ্বল।

চুলের যত্নে:

শীত আসলেই মাথায় খুশকি, চুল ভাঙা, রুক্ষ ও চিটচিটে হয়ে যাওয়া সমস্যা দেখা দেয়। ঋতু পরিবর্তনের সময় ত্বকের সহনশীলতা বদলে যায়, ফলে এই সমস্যাগুলো হয়ে থাকে।

খুশকির জন্য কার্যকরী টোটকা হল লেবু ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে চুলে ম্যাসাজ করা। চুলে খুশকি দূর করার জন্য তেল গরম করে মাথায় ম্যাসাজ করাটাও বেশ উপকারী। সপ্তাহে দুবার চুলে শ্যাম্পু করুন।

এই বিভাগের অন্য খবর

Back to top button