শীতে ছেলেদের ত্বকের যত্ন

শীতে ছেলেদের ত্বক হয়ে ওঠে আরও বেশি শুষ্ক ও রুক্ষ। দরকার পড়ে বাড়তি যত্নের। শীতের মধ্যেও প্রাণোজ্জ্বল ত্বক ও ঝলমলে চুল পেতে সহায়ক হতে পারে এই টিপসগুলো-
ত্বকের যত্নে:
শীতে ত্বকের বড় সমস্যা হচ্ছে শুষ্কতা। মুখ ধোয়ার পর দ্রুত টানটান হয়ে পড়ে যা খুবই অস্বস্তিকর। ত্বকের শুষ্কতা কমাতে প্রতিদিন সকালে ও রাতে ময়েশ্চারাইজার যুক্ত ক্রিম ব্যবহার করতে হবে।
এছাড়া রাতে ঘুমানোর আগে ১/৪ কাপ দুধ এ ১ চামচ মধু ও ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন।
এরপর ২০ মিনিট পর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলতে হবে। শুষ্কতা কমার পাশাপাশি ত্বক হয়ে উঠবে আরও কোমল ও উজ্জ্বল।
চুলের যত্নে:
শীত আসলেই মাথায় খুশকি, চুল ভাঙা, রুক্ষ ও চিটচিটে হয়ে যাওয়া সমস্যা দেখা দেয়। ঋতু পরিবর্তনের সময় ত্বকের সহনশীলতা বদলে যায়, ফলে এই সমস্যাগুলো হয়ে থাকে।
খুশকির জন্য কার্যকরী টোটকা হল লেবু ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে চুলে ম্যাসাজ করা। চুলে খুশকি দূর করার জন্য তেল গরম করে মাথায় ম্যাসাজ করাটাও বেশ উপকারী। সপ্তাহে দুবার চুলে শ্যাম্পু করুন।