গ্রুপের শীর্ষ দল হয়ে শেষ ষোলতে পা রাখলো নেদারল্যান্ডস

শেষ ষোলর টিকিট নিশ্চিতে কাতারের বিপক্ষে কমপক্ষে ড্র প্রয়োজন ছিলো নেদারল্যান্ডসের। এমন সমীকরণে মাঠে নেমে ২ গোলের সহজ জয় পেয়েছে ইউরোপের দলটি।
মঙ্গলবার (২৯ নভেম্বর) নেদারল্যান্ডস কাতারের আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিদের।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় কমলা জার্সিধারীরা। বল পজেশনে প্রায় ৮০ ভাগের কাছাকাছি ছিল নেদারল্যান্ডসের।
প্রথমার্ধের ২৬ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। আগের দুই ম্যাচেও গাকপোই গোল করে এগিয়ে দিয়েছিল নেদারল্যান্ডসকে।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং।
এই জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হয়ে শেষ ষোলতে পা রাখলো নেদারল্যান্ডস।
একই সময়ে মাঠে গড়ানো অপর ম্যাচে ইকুয়েডরকে ২-১ ব্যবধানে হারিয়ে এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে সেনেগাল।