প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ায় একজন গ্রেফতার

বগুড়ায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় রাসেল নামক একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে ধুনট উপজেলার হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‍্যাব-১২ বগুড়া’র কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান।

তিনি জানান, ধুনটের স্কুলপড়ুয়া এক ছাত্রীর আপত্তিকর ভিডিও গত ১৪ নভেম্বর গোপনে ধারণ করেন রাসেল। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। এ ঘটনায় ২৭ নভেম্বর স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন। এ ছাড়া বগুড়ায় র‌্যাব ক্যাম্পে একটি অভিযোগ দেন। অভিযোগের পর র‍্যাব অভিযান শুরু করে। এরই ধারবাহিকতায় রাসেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button