খেলাধুলাফুটবল

বাদ পড়লো বেলজিয়াম, শেষ ষোলোতে ক্রোয়েশিয়া

শঙ্কা জেগেছিল আগেই। মরক্কোর কাছে ২-০ গোলে হারের পর বিদায় অনেকটা নিশ্চিত ছিল বেলজিয়ামের। তবে আশা ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে যেকোনো ব্যবধানের জয় হ্যাজার্ড-ডি ব্রুইনদের নিয়ে যেত বিশ্বকাপের শেষ ষোলোতে।

তবে লুকা মদ্রিচদের সঙ্গে গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত আর গোল করা হয়নি বেলজিয়ামের। আর তাতেই গোলশূন্য ড্র হয় ম্যাচটি।

এতেই বেলজিয়ামকে টপকে গ্রুপ রানার্সআপ হয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে যায় ক্রোয়েশিয়া। আর বাদ পড়ে বেলজিয়াম।

এই বিভাগের অন্য খবর

Back to top button