
নতুন দায়িত্ব পেলেন লিটন দাস। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। প্রথমবার ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন এই ওপেনার। এর আগে, গতবছর নিউজিল্যান্ড সফরে একটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন লিটন। অকল্যান্ডে অনুষ্ঠিত বৃষ্টি্বিঘ্নিত ১০ ওভারে নেমে আসা ম্যাচটি ৬৫ রানে হেরেছিল টাইগাররা। ওই ম্যাচে লিটন রানে খাতা খুলতে পারেননি। তিনে নেমে গোল্ডেন ডাক মেরেছিলেন।
ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে ভারত দল। ওইদিনই বিসিবি থেকে জানানো হয়, ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এমনকি তার সিরিজের একটি টেস্ট ম্যাচও খেলা হবে না। গত বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ চলাকালীন ডান কুঁচকিতে চোট পান তামিম। দুই সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর এক সপ্তাহ চলবে পুনর্বাসন। তামিম ছিটকে যাওয়ায় অধিনায়ক হওয়ার রেসে সাকিব ও লিটন ছিলেন। শেষ পর্যন্ত লিটনকেই বেছে নিয়েছে বিসিবি।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মনে করেন, অধিনায়ক হিসেবে ভালো করবে লিটন। ভালো করার কিছু উপাদান তার মধ্যে আছে।
এদিকে, পিঠের ইনজুরির কারণে প্রথম ওয়ানডে খেলা হবে না তাসকিন আহমেদের। তার পরিবর্তে দলে শরিফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তামিমের পরিবর্তে দলে কাউকে নেওয়া হয়নি।
২০১৫ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আবারও বাংলাদেশ সফরে এসেছে ভারত। আগামীকাল মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজ। এরপর ৭ ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ১০ ডিসেম্বর চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে। বন্দরনগরীতে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর, মিরপুরে। আজ থেকে মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচের টিকিটি বিক্রি শুরু হবে।
বাংলাদেশ দল: লিটন, বিজয়, সাকিব, মুশফিক, আফিফ, ইয়াসির, মিরাজ, মোস্তাফিজ, তাসকিন, হাসান, ইবাদত, নাসুম, মাহমুদউল্লাহ, শান্ত, নুরুল, শরিফুল।