প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় ছাত্রলীগের নব-গঠিত কমিটির উপর হামলা ও মোটরসাইকেল ভাংচুর

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে নবগঠিত ছাত্রলীগ কমিটির উপর হামলার ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ১৫ টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ৯ টার দিকে কলেজ অধ্যক্ষর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকু রহমান আতিক, শহর ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান সাব্বির, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নূরআলম, আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা রিমন রহমানসহ ৬ থেকে ৭ জন। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্টেডিয়াম ফাড়ি’র এস আই শামীম আহম্মেদ।

জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল-মাহিদুল জয়ের নেতৃত্বে ২০ থেকে ৩০ মোটরসাইকেলে ৫০ জন নেতাকর্মী আজিজুল হক কলেজের অধ্যক্ষর সাথে দেখা করতে যান।

এর কিছুক্ষণ পরেই জেলা ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি তৌহিদুর রহমান ও যুগ্ম সম্পাদক মাহাফুজারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে বলে সংগঠনের নব-নির্বাচিত নেতারা দাবি করেছেন।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী জানান, ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক আমার সাথে সাক্ষাতের এসেছিলেন। তবে আমার বাসভবনে প্রবেশের আগেই বহিরাগত দু’গ্রুপ গণ্ডগলে জড়িয়ে পরে। আমি পুলিশকে জানিয়েছি তারা ব্যবস্থা নেবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button