খেলাধুলাপ্রধান খবরফুটবল

হারের তিক্ত স্বাদ গ্রহণ করলো ব্রাজিল

সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করে রাখে ব্রাজিল। তাই ক্যামেরুনের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে রিজার্ভ বেঞ্চের একাদশ নিয়ে মাঠে নামে সেলেসাওরা। তবে রিজার্ভ বেঞ্চ তিতের আস্থার প্রতিদান দিতে পারেনি। তারুণ্যনির্ভর দলটি ক্যামেরুনের দেয়াল ভাঙতে পারেনি। 

উল্টো ৯১ মিনিটে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে গেছে। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো আফ্রিকান দলের কাছে হারল ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি করেন আবু বকর।

ম্যাচের শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করে গেছে তিতের শীষ্যরা। কিন্তু বলটি কিভাবে প্রতিপক্ষের জালে প্রবেশ করাতে হবে, সেটাই যেন জানে না তারা। সব মিলিয়ে অন্তত ২৯ বার ক্যামেরুনের জালে গোল দেয়ার চেষ্টা করেছে সেলেসাওরা। 

এই হারের পরও অবশ্য ‘জি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় উঠেছে ব্রাজিল। আর প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে ক্যামেরুন। সোমবার (৫ ডিসেম্বর) নকআউট পর্বের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

এই বিভাগের অন্য খবর

Back to top button