ধর্মঘট প্রত্যাহার: রাজশাহীর ৮ জেলায় যান চলাচল শুরু

প্রায় আড়াইদিন পর রাজশাহী বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
শনিবার বিকেল পৌণে ৪টার দিকে রাজশাহীতে বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
তিনি জানান, আমাদের ঘোষিত দশ দফার মধ্যে বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ্ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ নসিমন ও করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধসহ ৪ দফা দাবি এক মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। অন্য ৬টি দাবি আগামী ৩ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে, ২৬ নভেম্বর নাটোরে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির সভায় প্রশাসনের প্রতি ১০ দফা দাবি তুলে ধরে বলা হয় ৩০ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের আওতাভুক্ত পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এসএ