প্রধান খবরবগুড়া জেলা

ছুরিকাঘাতে আহত শজিমেক শিক্ষার্থী ফাহিম’র মৃত্যু

ছুরিকাঘাতে আহত বগুড়ার শজিমেক হাসপাতালের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী (২৫ তম ব্যাচ) মো. মেহেরাজ হোসেন ফাহিম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন শজিমেকের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল।

এর আগে, ২৩ নভেম্বর সন্ধ্যার দিকে মেহেরাজ হোসেন ফাহিম বন্ধুদের সাথে শজিমেক হাসপাতালের ২ নম্বর গেটে আড্ডা দিচ্ছিলেন। ওই গেটে ফরিদ ব্যাপারী ও তার ছেলে শাকিল ব্যাপারি ঝাল-মুড়ির ব্যবসা করতেন। সেখানে ঝাল-মুড়ি খাওয়া নিয়ে ফরিদ ব্যাপারীর সাথে বাক-বিতণ্ডতায় জড়িয়ে পড়েন ফাহিম। ওই সময় ক্ষিপ্ত হয়ে ফরিদের ছেলে শাকিল তার হাতে থাকা পেঁয়াজ কাটার চাকু দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান।

পরে ফাহিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ফাহিমকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় ওই দিন পুলিশ ফরিদ ব্যাপারী ও ছেলে শাকিল ব্যাপারিকে আটক করে। পরের দিন বৃহস্পতিবার সকালে ফাহিমের বাবা নুর মোহাম্মদ থানায় মামলা করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button