ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অবিশ্বাস্য জয়

অদম্য মিরাজ-মোস্তাফিজের ব্যাটিং নৈপুণ্যে ভারতের বিপক্ষে ১ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
১৩৬ রানের মাথায় নবম উইকেট হারায় বাংলাদেশ। শেষ উইকেটে দলের হাল ধরেন অদম্য মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। মিরাজ করেন ৩৯ বলে ৩৮ রান এবং মোস্তাফিজ করেন ১১ বলে ১০ রান।
টস হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে ভারত। বল হাতে ঝলক দেখান সাকিব। বাঁ-হাতের স্পিন জাদুতে আন্তর্জাতিক ক্যারিয়ারে চতুর্থবারের মতো শিকার করেন ৫ উইকেট। পাশাপাশি এবাদত হোসেন নেন ৪ উইকেট। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের দিনে লোকেশ রাহুল করেন ৭৩ রান। অলআউট হওয়ার আগে ১৮৬ রানে থামে ভারতের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে মাঠ ছাড়েন নাজমুল শান্ত। পরে এনামুল বিজয়কে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে বিজয়ও বেশিক্ষণ থিতু হতে পারেননি ক্রিজে। ১৪ রানে শিকার হন মোহাম্মদ সিরাজের। শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে জয়ের ভিত গড়েন মেহেদী মিরাজ। তাদের অর্ধশত রানের জুটিতে ঘরের মাঠে ভারতবধ করে বাংলাদেশ। মিরাজ ৩৮ ও মোস্তাফিজ ১০ রানে অপরাজিত থাকেন।