খেলাধুলাফুটবল

শেষ আটে নেদারল্যান্ড

কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল বা শেষ আটে পা রাখলো নেদারল্যান্ড। ২০১০ সালের রানার্সআপরা শেষ ষোলোর প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়েছে। এতে করে বিদায় নিলো মার্কিনীরাও।

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হওয়া ম্যাচে দুর্দান্ত খেলে নেদারল্যান্ড। দারুণ পারফর্ম করেন ডাচ তারকা ডেনজেল ডামফ্রিস। ম্যাচের ৮১ মিনিটে শেষ গোলটি করতেই মাথায় হাত দেন যুক্তরাষ্ট্রের কোচ গ্রেগ বারহল্টার। বুঝতে পারেন বিদায় নিশ্চিত।

শনিবার ম্যাচের শুরুতে ২ গোলে পিছিয়ে পড়লেও চমকে ভরপুর বিশ্বকাপে যুক্তরাষ্ট্র চেয়েছিল পাশার দান উল্টে দিতে। ৭৬ মিনিটে ব্যবধান কমানোর পর সেই সম্ভাবনা আরও উজ্জ্বল হয়। তবে ডামফ্রিসের গোলটিতে শেষ হয়ে যায় যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা। 

যে কারণে ২০০২ সালের পর আবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ননটা অধরাই থেকে গেছে তাদের। অন্য দিকে ৮ বছর পর বিশ্বকাপে ফিরে দারুণ জয়ে বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

এই বিভাগের অন্য খবর

Back to top button