প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় আওয়ামী লীগ নেতা নান্নু কারাগারে

বগুড়ার সোনাতলার পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম নান্নু (৪৫) এবং সাবেক সদর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পুটুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে বিস্ফোরক ও মারপিট মামলায় তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল আউয়াল ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) সিরাজুল ইসলাম জানান, ২০১৬ সালে পৌর নির্বাচনের ভোটের পর দায়ের করা বিস্ফোরক মামলায় এক নম্বর আসামি মেয়র জাহাঙ্গীর আলম নান্নুসহ অন্যান্যরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। সোমবার সকালে মেয়র ও ৭নং আসামি আবুল কালাম আজাদ পুটু চিফ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
এসএ