বগুড়ায় সাড়ে ৭ টাকার ওষুধ ৫০ টাকায় বিক্রি! সিলগালাসহ জরিমানা

বগুড়ায় শজিমেক হাসপাতালের সামনে দিষাত ফার্মসিকে জরিমানাসহ সাময়িক সিলগালা করা হয়েছে।
সাড়ে ৭ টাকার ইনজেকশন ৫০ টাকায় বিক্রি করায় এই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী।
ইফতেখারুল ইসলাম রিজভী জানান, মোঃ জাকারিয়ার সন্তানের জন্য রাত ২ টার দিকে জরুরী ভিত্তিতে এভিল ইন্জেকশনের প্রয়োজন হলে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সামনে দিষাত ফার্মেসিতে জান। রাতে অন্য দোকান বন্ধের সুযোগে এর মালিক মোঃ মোজাম্মেল ওরফে জাপান ইন্জেকশনটি ৫০ টাকায় বিক্রয় করেন অথচ ঔষধটির বাজার মূল্য মাত্র ৭.৫০ টাকা।
জাকারিয়া পরবর্তীতে ঔষধটির দাম জনতে পেরে সংশ্লিষ্ট ব্যবসায়ির বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উভয় পক্ষের শুনানী অনুষ্ঠিত হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এতে অভিযোগকারীকে আইন অনুযায়ী ৫ হাজার টাকা প্রদান করা হয়।
এসএ