আওয়ামী লীগরাজনীতি

অনেক জনকে ক্ষমা করেছি, আমার ভাইকেও ক্ষমা করেছি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারও সাথে বিরোধ রাখতে চাই না। অনেক জনকে ক্ষমা করে দিয়েছি, আমার ভাইকেও ক্ষমা করেছি।

সোমবার (৫ ডিসেম্বর) নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নোয়াখালীর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই, অস্তিত্বের জন্যই ঐক্য প্রয়োজন। খেলা হবে স্লোগান ফখরুল ও কারো কারো পছন্দ নয়, তবু এটা দিয়ে যাবো। কারণ মানুষ এটা গ্রহণ করেছে।

এই ত্রি-বার্ষিক সম্মেলনে সকাল থেকেই দলে-দলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস। শহরজুড়ে সাজ-সাজ রব। সম্মেলনে যোগ্য ও ত্যাগীদের মূল্যায়নের প্রত্যাশা তৃণমূলের। এর আগে ২০১৯ সালের ২০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button