বগুড়ায় দুই ভটভটির মুখোমখি সংঘর্ষে নিহত ৩

বগুড়ার শেরপুরে দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ জন।
নিহতদের মধ্যে দু’জন ভটভটির চালক ঘটনাস্থলে ও একজন যাত্রী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ভোগবটতলা ইতালিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ভটভটি চালক আল আমিন (৩২) ও গোপাল সরকার (২৮) । এছাড়াও নিহত ওই যাত্রীর নাম নাজমুল (২৪)। এ ঘটনায় নাঈম (২৭) নামের আরেক যাত্রী শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, একটি ধান বোঝাই ভটভটি সিরাজগঞ্জ দিকে যাচ্ছিলো পথিমধ্যে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভটভটিকে ধাক্কা দেয়৷ এতে শেরপুর শহর দিকে থেকে আসা অপর এক ভটভটির সাথে ধান বোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ জানান, শ্যামলী বাস আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ