আদমদিঘী উপজেলাপ্রধান খবর
বগুড়ায় হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক

বগুড়ার আদমদীঘিতে হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, আদমদীঘি উপজেলার পশ্চিম সিংড়া গ্রামের আকতার হোসেনের ছেলে মামুন হোসেন (৪৮), আদর্শপাড়ার মুনছের আলী ছেলে আব্দুস ছালাম (৪০) ও নওগাঁর বোয়ারিয়া আমকালীর নিজাম প্রামানিকের ছেলে সুরুজ প্রামানিক (৪০)।
মঙ্গলবার আটককৃতদের আদালতে পাঠানো হয়।
এর আগে, সোমবার রাত ১১ টায় আদমদীঘির পশ্চিম সিংড়া এলাকা থেকে তাদের আটক করে।
পুলিশ জানায়, আসামী মামুন হোসেনের বাড়িতে মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ১১ টায় অভিযান চালানো হয়। পরে আসামী মামুনরে বাড়ির সামনে থেকে দুই গ্রাম গেরোইনসহ উল্লেখিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এসএ