শাজাহানপুর উপজেলা
বগুড়ায় ১২ মামলার আসামী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে ১২টি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার সাগর (৩৮) উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
মঙ্গলবার দুপুরে সাগরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, এদিন ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। উপজেলার ফুলতলা এলাকার ফোরকান হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তিনি।
এছাড়াও তার বিরুদ্ধে তিনটি হত্যা, তিনটি মাদক ও অস্ত্র আইনে করাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা আছে বলেও জানিয়েছেন তিনি।
এসএ