খেলাধুলাপ্রধান খবরফুটবল

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে সেরা আটে ব্রাজিল

কাতার বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোল ব্যবধানে উড়িয়ে সেরা আটে জায়গা করে নিলেন ব্রাজিল। এবার সেমিফাইনালের লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৫৪ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখেন নেইমার-ভিনিসিয়াসরা। আর দক্ষিণ কোরিয়ার গোলবার বরাবর শট নিয়েছেন মোট নয়টি। আর গোল পেয়েছে চারটি।

অন্যদিকে পুরো ম্যাচের ৪৬ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পারেন দক্ষিণ কোরিয়ান ফুটবলাররা। আক্রমণে অবশ্য ছাড় দিয়ে কথা বলেননি সন হিউয়েন মিনরা। ব্রাজিলের গোলবারে শট নেয় মোট ছয়টি। পেয়েছে মাত্র একটি গোল।

৯৭৪ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নক আউটপর্বের ম্যাচে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই অতর্কিত আক্রমণ চালায় ব্রাজিল। সেই সুবাদে ম্যাচের সপ্তম মিনিটেই জালের দেখা পায় সেলেসাওরা। ম্যাচের প্রথম গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়ার। পাঁচ মিনিট পরেই পেনাল্টি কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন নেইমার।

এরপরও যেন থামতে নারাজ ব্রাজিলিয়ান ফুটবলাররা। ম্যাচের ৩৬তম মিনিটের মধ্যেই এক হালি পূরণ করে ফেলে। ম্যাচের ২৯তম মিনিটে তৃতীয় দলের হয়ে তৃতীয় গোলটি করেন রিচার্লিসন। আর ৩৬তম মিনিটে দক্ষিণ কোরিয়ার জালে বল পাঠিয়ে একহালি পূরণ করেন লুকাস পাকুয়েতা। ফলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধের খেলায় গতি বাড়ায় দুদলই। তবে কিন্তু গোল পাচ্ছিলো না কেউই। অতপর ম্যাচের ৭৬তম মিনিটে সান্ত্বনাসূচক গোলের দেখা পায় দক্ষিণ কোরিয়া।

পুরো ম্যাচে আর কোনো গোল না হলে ৪-১ গোল ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button