যেখানে-সেখানে শিল্পকারখানা করা যাবে না: প্রধানমন্ত্রী

যেখানে-সেখানে শিল্পকারখানা করা যাবে না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষি জমি আমাদের বাঁচিয়ে রাখতে হবে, রক্ষা করতে হবে। কারণ আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তবে কৃষি জমি রক্ষার পাশাপাশি শিল্প কারখানাও গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা জাপানি অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধনীতে এ কথা বলেন তিনি।গণবভন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে দক্ষিণ এশিয়ার বাজার ধরতে চায় সরকার। সারা দেশে মোট ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কাজ চলছে।
বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে বিনিয়োগবান্ধব দেশ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব দেশ হওয়ায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে, বিভিন্ন দেশ আগ্রহ প্রকাশ করেছে।খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি শিল্প কারখানা গড়ে তোলার তাগিদ দিয়ে শেষ হাসিনা বলেন, কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। তাই কৃষি জমি রক্ষা করতে হবে। এর পাশাপাশি শিল্প কারখানাও গড়ে তুলতে হবে।