অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনে আগামী ৪ জানুয়ারি ফের ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
গত ১২ অক্টোবর গাইবান্ধা ৫ আসনে ভোটগ্রহণ বন্ধ করে ইসি।
উল্লেখ্য, গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। নিয়ম অনুযায়ী আসনটিতে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।