বগুড়ায় ধান মাড়াই নিয়ে বিরোধে এক নারীর মৃত্যু

বগুড়ার শেরপুরের বেলঘড়িয়া গ্রামে ধান মাড়াই নিয়ে বিরোধে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত নারী শেফালী আক্তার (৪৬) উক্ত গ্রামের বাচ্চু হোসেনের (৫৫) স্ত্রী।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
জানা যায়, মঙ্গলবার সকালে বাচ্চু হোসেন ও তার স্ত্রী শেফালী আক্তারসহ কয়েকজন বাড়ির আঙিনায় ধান মাড়াই করছিলেন। প্রতিবেশী মো.আজমহর (৫৫), তার স্ত্রী মোছা.রবি বেগম (৪৫) ও তাঁদের ছেলেমেয়েরা বাঁধা দিলে একপর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের পাঁচজন আহত হন। তাদের চিকিৎসার জন্য প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, নারীর মৃত্যুর সংবাদ আমারা পেয়েছি। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার থেকে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএ