আইন ও অপরাধবিএনপিরাজনীতি
আদালতে ফখরুল সহ বিএনপি’র ৫ নেতা

আজ সকালে রাজধানীর শাহবাগ থানায় নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতা।
আজ বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন তারা।
এর আগে আজ সকাল ৮টার দিকে আদালতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
এদিকে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আসামিপক্ষে শুনানি করেন। পরবর্তী শুনানির তারিখ আগামী ১৬ জানুয়ারি।