বিনোদন
নায়িকার পায়ে পরিচালকের চুমু, ভাইরাল নেটদুনিয়ায়

সোফায় বসে আছেন অভিনেত্রী আশু রেড্ডি। তার সামনে ফ্লোরে বসা পরিচালক রাম গোপাল ভার্মা। এসময় আশুর পায়ের জুতা খুলে ফেলেন তিনি। তারপর ওই পা দু’হাতে ধরে নিয়ে গভীর চুম্বন এঁকে দেন।
আশু রেড্ডি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়।
ক্যাপশনে এই নায়িকা লিখেছেন— ‘একজন মানুষের সীমাহীন উপাসনা প্রায়ই বিপজ্জনক।’
গতকাল পোস্ট করা এ ভিডিও নেটদুনিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে।
জানা যায়, এই ভিডিও ক্লিপ নিজের ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করেছেন বিতর্কিত পরিচালক রাম গোপাল ভার্মা।