বগুড়ায় আবাদি জমিতে পুকুর খনন, ২ জনের কারাদণ্ড

বগুড়ার নন্দীগ্রামে আবাদি জমিতে পুকুর খননের সময় অভিযানে দুইজনকে আটকের পর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে ঘটনাস্থল থেকে এস্কেভেটরের ব্যাটারি ও চাবি জব্দ করা হয়।
দন্ডিতরা হলো- লালমনিরহাটের হাতিবান্ধা থানার নিজ শেখসুন্দর এলাকার হাবিবুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২৮) ও একই থানার নিজ গড্ডিমাড়ি এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মনির হোসেন (২৫)।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের পারশুন স্কুল ও বাজারের পশ্চিমপাশে এক প্রবাসীর আবাদি জমিতে পুকুর খননকালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম। এসময় সহযোগিতা করেন নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে পুকুরখননের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। উপস্থিতি টের পেয়ে মাটি বহনকাজে ব্যবহৃত কয়েকটি ট্রাক্টর নিয়ে চালক ও ঠিকাদার পালিয়ে গেলেও এস্কেভেটরের দুই চালককে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দন্ড দেয়া হয়। আবাদি জমিতে পুকুরখননের অপরাধে এস্কেভেটরের দুই চালককে একলাখ টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এসএ