প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় পথনাট্য উৎসবের উদ্বোধন

বগুড়া করতোয়া নাট্যগোষ্ঠীর আয়োজনে দু’দিনব্যাপী পথনাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাতমাথায় অবস্থিত মুজিব মঞ্চে দু’দিন ব্যাপী পথ নাট্য উৎসবের উদ্বোধন করেম পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

করতোয়া নাট্যগোষ্ঠী বগুড়ার সহ-সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু।

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার দপ্তর সম্পাদক এইচ আলীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। অনু্ষ্টানে করতোয়া নাট্যগোষ্ঠীর উৎপল ভট্টাচার্য, খোকন, রনি, স্মৃতি, ফয়সাল, বিশ্বজিৎ, জাহাঙ্গীর, দেবাশীষ রায়, শুভ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাট্য উৎসবে করতোয়া নাট্যগোষ্ঠীর পরিবেশনায় বঙ্গনারীর আর্তনাদ, নান্দনিক নাট্যদলের পরিবেশনায় টক-শো, বগুড়া থিয়েটারের পরিবেশনায় মড়া মঞ্চস্থ হয়। শুক্রবার করতোয়া নাট্যগোষ্ঠীর পরিবেশনায় কদম মুন্সির ঠিকানা পরিবেশন হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button