
চলতি কাতার বিশ্বকাপে দায়িত্ব পালন করা স্পেনের কোচ লুইস এনরিকেকে বরখাস্ত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বিশ্বকাপের শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে হেরে স্পেন বিদায় নেওয়ায় তার চাকরি গেল।
আজ বৃহস্পতিবার স্পেনের ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে আরএফইএফ বলেছে, ‘সাম্প্রতিক বছরে দায়িত্ব পালন করায় স্পেনের কোচ এনরিক ও তার কোচিং স্টাফকে ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ। স্পেনের তরুণ দল নিয়ে কাজ করার জন্য নতুন প্রজেক্টের কথা উল্লেখ করে আরএফইএফ প্রেসিডেন্টকে প্রতিবেদন পাঠানো হয়েছে। ফেডারেশনের প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর বিষয়টি কোচকে অবহিত করবেন।’
এনরিকের সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের চুক্তি ছিল চলতি বছর পর্যন্ত। বিশ্বকাপের পরেই তার চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তরুণ দল নিয়ে ভালো কিছু করতে পারলে হয়তো তার চুক্তি নবায়ন হতো।