
বাংলাদেশের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ।
কিন্তু দ্বিতীয় ম্যাচে চোটে পড়ে এবার দেশে ফিরতে হচ্ছে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে।
সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচটা ভারতের কাছে মান সম্মান বাঁচানোর। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়কের ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে বড় ধাক্কার। তবে শুধু ওয়ানডে সিরিজই নয়। টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন রোহিত শর্মা।
গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে হাতের আঙুলে ব্যথা পান রোহিত। ফিল্ডিংয়ের সময় মাঠে না থাকলেও, ব্যাটিংয়ে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন তিনি।
শেষ ওয়ানডেতে তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
বৃহস্পতিবার বাংলাদেশ ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হবেন ভারতের অধিনায়ক।