প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ার পাঁচ জয়িতাকে সংবর্ধনা

বগুড়ায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও বিভিন্ন বাধা উপেক্ষা করে প্রতিষ্ঠিত হওয়া পাঁচ নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়েছে।

বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক প্রতিরোধ দিবস উপলক্ষে শুক্রবার বেলা বারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন বিষয়ে অবদানের স্মীকৃতি স্বরুপ এই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সংবর্ধনা পাওয়া পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হচ্ছেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ঝরনা সরকার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে মোছা. নাছিমা আক্তার, সফল জননী হিসেবে চায়না বেগম, নির্যাতনের বিভিশিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী হিসেবে মোছা. আফরোজা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আঙ্গুরী বেগম। নির্বাচিত এসব জয়িতাদেও হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিয়ে সংবর্ধনা দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা। এরআগে মহিয়সী নারী বেগম রোকেয়ার জীবন-কর্ম নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, মৈত্রীর নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, পৌর কাউন্সিলর শারমিন আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালেরকণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button