প্রধান খবরবিএনপিরাজনীতি

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেপ্তার

পুলিশের ওপর ককটেল নিক্ষেপের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৮ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের নির্দেশদাতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেওয়া হয়েছে।

এর আগে, ডিবিপ্রধান বলেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button