সারাদেশ
আর্জেন্টিনার খেলা দেখে মানসিক চাপে এক সমর্থকের মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় প্রচণ্ড মানসিক চাপে মানবেন্দ্র কুমার সাহা (৪৫) নামে এক আর্জেন্টিনা ভক্তের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মনোজ কুমার সাহার ছেলে।
জানা গেছে, রাত ১টায় অন্যদের মতো মানবেন্দ্র সাহা গাজনা বাজারে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের খেলা চলাকালীন একেবারে শেষ মুহূর্তে ‘২-২’ গোলে সমতা হয়। ট্রাইবেকারের শুরুতেই তিনি প্রচণ্ড মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে ভোরে মৃত্যুর কোলে ঢলে পরেন তিনি।
চিকিৎসক জানান, ভোরের দিকে একজন রোগীকে এখানে আনা হয়। কিন্তু, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।